ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১১:১৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ২ বার পড়া হয়েছে

অভিযুক্ত জুয়েল মিয়া

ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ ফারহানা ফেরদৌসের বাসা থেকে চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল মিয়া (৪৫) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জুয়েল মিয়া মহানগরীর কালীবাড়ি পুরাতন গুদারাঘাট এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় ১২টি চুরির মামলা রয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘‘ঘটনাস্থল এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযান শুরু করে পুলিশ। বুধবার ভোররাত ৪টার দিকে জেলার তারাকান্দা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামালসহ এক জনকে গ্রেপ্তার করে।’’ এর আগে, মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০মিনিটের মধ্যে ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০ তলার বাসিন্দা স্পেশাল জজ ফারহানা ফেরদৌস এর ফ্ল্যাটে চুরি হয় বলে অভিযোগ উঠে। চোর ফ্ল্যাটের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ২ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫টি শাড়ি নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় : ১১:১৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ ফারহানা ফেরদৌসের বাসা থেকে চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল মিয়া (৪৫) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জুয়েল মিয়া মহানগরীর কালীবাড়ি পুরাতন গুদারাঘাট এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় ১২টি চুরির মামলা রয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘‘ঘটনাস্থল এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযান শুরু করে পুলিশ। বুধবার ভোররাত ৪টার দিকে জেলার তারাকান্দা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামালসহ এক জনকে গ্রেপ্তার করে।’’ এর আগে, মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০মিনিটের মধ্যে ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০ তলার বাসিন্দা স্পেশাল জজ ফারহানা ফেরদৌস এর ফ্ল্যাটে চুরি হয় বলে অভিযোগ উঠে। চোর ফ্ল্যাটের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ২ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫টি শাড়ি নিয়ে যায়।