ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আজও গরমে পুড়বে ঢাকা, দেশের দু-এক স্থানে বৃষ্টির সম্ভাবনা

- আপডেট সময় : ১২:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ১ বার পড়া হয়েছে
গত কদিন ধরেই তীব্র গরমে পুড়ছে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা। আজ শনিবারও (২৬ এপ্রিল) তা অব্যাহত থাকতে পারে। সকাল দেয়া ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি পৃথক পূর্বাভাসে দেশের দুই বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়, আজ ঢাকার আকাশ থাকবে পরিষ্কার। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
অন্যদিকে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এছাড়া রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।