ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ১৫১ বার পড়া হয়েছে

১৫ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’তে মঞ্জুর আলী (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোরে অসুস্থ অবস্থায় কারাগার থেকে ওই বন্দীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঞ্জুর আলী রাজশাহীর তানোর থানার বারুতন রাতুল এলাকার বাসিন্দা মৃত আজুদ্দীন সরকারের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’র জেলার মো. আবু সায়েম জানান, ঢাকার শাহবাগ থানায় মঞ্জুর আলীর নামে মাদক মামলা রয়েছে। এ মামলায় ২০১৮ সালের ১৭ ডিসেম্বর থেকে মঞ্জুর আলী এই কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার ভোরে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

তিনি জানান, প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মঞ্জুর আলীকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’তে তার হাজতি নং- ৬৯৩০/১৮। এর আগে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলার আবু সায়েম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

১৫ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’তে মঞ্জুর আলী (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোরে অসুস্থ অবস্থায় কারাগার থেকে ওই বন্দীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঞ্জুর আলী রাজশাহীর তানোর থানার বারুতন রাতুল এলাকার বাসিন্দা মৃত আজুদ্দীন সরকারের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’র জেলার মো. আবু সায়েম জানান, ঢাকার শাহবাগ থানায় মঞ্জুর আলীর নামে মাদক মামলা রয়েছে। এ মামলায় ২০১৮ সালের ১৭ ডিসেম্বর থেকে মঞ্জুর আলী এই কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার ভোরে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

তিনি জানান, প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মঞ্জুর আলীকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২’তে তার হাজতি নং- ৬৯৩০/১৮। এর আগে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলার আবু সায়েম।