মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
- আপডেট সময় : ১০:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ ১৭২ বার পড়া হয়েছে
২৩ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন।
গাংনী উপজেলার বামুন্দী এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় গৃহবধু জেসমিন আক্তার (২৫) ও তার শিশু পুত্র ইমাম হোসেন (৪) নিহত হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ও বিকেলে সদর এবং গাংনী উপজেলায় দুটি দুর্ঘটনা সংঘটিত হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় সজনী খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
অপরদিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ জেসমিন আক্তার ও তার শিশু ছেলে। সেসময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।
নিহত জেসমিন আক্তার গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের কৃষক শিপন হোসেনের স্ত্রী।
জেসমিনের পারিবারিক সূত্রের বরাত দিয়ে ওসি বজলুর রহমান জানান, গাংনী উপজেলার ভরাট গ্রামে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিল জেসমিন ও তার শিশু সন্তান ইমাম হোসেন। বিকেলে ভাই মাসুদ হোসেনের মোটরসাইকেলে করে স্বামীর বাড়ি ফিরছিলেন জেসমিন। পথে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানান ওসি বজলুর রহমান।