ব্রাহ্মণবাড়িয়ায় ট্যাবলেট খেয়ে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১১:০০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে
২৭ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্যাবলেট খেয়ে জিহাদ (৫) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।
জাহিদ সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
জিহাদের চাচা সিরাজুল ইসলাম জানান, দুপুরে তার মা একটি নাপা ট্যাবলেট খাওয়ান। ট্যাবলেট খাওয়ানোর পর হঠাৎ জাহিদের শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট হলে জাহিদকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন জানান, শিশুকে ট্যাবলেট খাওয়ানো ঠিক হয়নি। তাকে সিরাপ খাওয়ানোর দরকার ছিল। ট্যাবলেট গলায় আটকিয়ে শ্বাসকষ্ট হওয়ার কারণে মৃত্যু হতে পারে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, জাহিদ নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। কিন্তু কি কারণে মারা গেছে তা জানা যায়নি।