ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিধানসভার সদস্যদের গ্রেপ্তার করার আগে তাঁর কোনও অনুমোদন নেওয়া হয়নি: মমতা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১ ১৯২ বার পড়া হয়েছে

ঢাকা, ১৭ মে ২০২১, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :

কালীঘাটের বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে গাড়ি ঘুরিয়ে নিজাম প্যালেসে সি বি আই দপ্তরে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পনেরো তলায় এন্টি করাপশন দপ্তরের সামনে বসে মমতা জানান, বেআইনি ভাবে তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁকেও গ্রেপ্তার করতে হবে নয়তো তিনি নিজাম প্যালেস ছাড়বেন না। নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূলের আইনজীবীরা জানান আদালতে চার্জশিট জমা পড়লেই তাঁরা অভিযুক্তদের জামিনের আবেদন করবেন। তাঁরাও এই গ্রেপ্তারের ঘটনাকে বেআইনি বলছেন। তৃণমূল কর্মীরা পুরো ঘটনার মধ্যে বিজেপির চক্রান্ত দেখছে। তাদের বক্তব্য, নারোদ কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছিল মুকুল রায় ও শুভেন্দু আধিকারীকে।

তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন বলেই কি ছাড় পেলেন? তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, এটা প্রতিহিংসার রাজনীতি। বিজেপি হার টা মানতে পারছে না বলেই এই সব করছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভার সদস্যদের গ্রেপ্তার করার আগে তাঁর কোনও অনুমোদন নেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

বিধানসভার সদস্যদের গ্রেপ্তার করার আগে তাঁর কোনও অনুমোদন নেওয়া হয়নি: মমতা

আপডেট সময় : ০১:০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১

ঢাকা, ১৭ মে ২০২১, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :

কালীঘাটের বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে গাড়ি ঘুরিয়ে নিজাম প্যালেসে সি বি আই দপ্তরে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পনেরো তলায় এন্টি করাপশন দপ্তরের সামনে বসে মমতা জানান, বেআইনি ভাবে তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁকেও গ্রেপ্তার করতে হবে নয়তো তিনি নিজাম প্যালেস ছাড়বেন না। নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূলের আইনজীবীরা জানান আদালতে চার্জশিট জমা পড়লেই তাঁরা অভিযুক্তদের জামিনের আবেদন করবেন। তাঁরাও এই গ্রেপ্তারের ঘটনাকে বেআইনি বলছেন। তৃণমূল কর্মীরা পুরো ঘটনার মধ্যে বিজেপির চক্রান্ত দেখছে। তাদের বক্তব্য, নারোদ কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছিল মুকুল রায় ও শুভেন্দু আধিকারীকে।

তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন বলেই কি ছাড় পেলেন? তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, এটা প্রতিহিংসার রাজনীতি। বিজেপি হার টা মানতে পারছে না বলেই এই সব করছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভার সদস্যদের গ্রেপ্তার করার আগে তাঁর কোনও অনুমোদন নেওয়া হয়নি।