দক্ষিণ আফ্রিকার এক নারী একই সঙ্গে ১০টি শিশুর জন্ম দিয়েছেন
- আপডেট সময় : ০১:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ১৯১ বার পড়া হয়েছে
১০ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
এক মাস আগেও মা জানতেন তার গর্ভে ৮টি সন্তান রয়েছে – পরে জন্ম নেয় ১০টি শিশু
দক্ষিণ আফ্রিকার একজন নারী একই সঙ্গে ১০টি বাচ্চার জন্ম দিয়েছেন, যা একটি নতুন বিশ্ব রেকর্ড হতে পারে।
সদ্য ভূমিষ্ঠ শিশুগুলোর মায়ের নাম গোসিয়াম থমারা সিথোল।
তার স্বামী বলেন, গোসিয়াম থমারা সিথোলের পেট স্ক্যান করে তারা জানতে পেরেছিলেন যে তার গর্ভে আটটি সন্তান রয়েছে।
তবে শেষ পর্যন্ত পরপর ১০টি শিশু জন্ম নেয়ায় তারা রীতিমত অবাক হয়ে যান। তারা ভাবতেও পারেননি যে তাদের ‘ডেকুপ্লেটস’ হবে।
এক সঙ্গে ১০টি সন্তান জন্ম দেয়াকে ডেকুপ্লেটস বলে।
“সাতটি ছেলে এবং তিনটি মেয়ে। আমি খুশি। আমার এতো ভালো লাগছে যে সেটা প্রকাশ করতে পারছি না” – সন্তানগুলো ভূমিষ্ঠ হওয়ার পর স্বামী তেবোহো সোতেতসি প্রিটোরিয়া নিউজকে এ কথা বলেন।
দক্ষিণ আফ্রিকার এক কর্মকর্তা একজন নারীর এতোগুলো শিশু একসাথে প্রসব করার বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন। তবে আরেকজন কর্মকর্তা বলেছেন যে তারা এখনও শিশুগুলোকে দেখতে পাননি।
ওই দম্পতির পরিবারের এক সদস্য – যিনি নাম প্রকাশ করতে চাননি – তিনি বিবিসিকে জানিয়েছেন যে গোসিয়াম সিথোলের ১০টি বাচ্চা হয়েছে – পাঁচটি প্রাকৃতিক উপায়ে এবং পাঁচটি সিজারিয়ান অপারেশন করে