ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আনসার আল ইসলামের শীর্ষনেতা আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:১৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ২১০ বার পড়া হয়েছে

১১ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের হবিগঞ্জ জেলার শীর্ষস্থানীয় নেতা মুফতি জসিমউদ্দীন তানভীরকে (২৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ল্যাপটপ উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ জুন) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, গত বছরের ১৭ সেপ্টেম্বর আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। আদালতে ওই আসামির দেওয়া জবানবন্দির তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন ঘনশ্যামপুর গ্রামের একটি মাদ্রাসা থেকে মুফতি জসিমউদ্দীনকে আটক করা হয়।

আটক জসিমউদ্দীন আনসার আল ইসলামের হবিগঞ্জ জেলার শীর্ষস্থানীয় সদস্য বলে স্বীকার করেছেন। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া শেষ করে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি সংগঠনের শীর্ষস্থানীয় সক্রিয় সদস্য হিসেবে অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি অন্যদের উদ্ধুদ্ধের জন্যে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচার করতেন। তার দলের বেশ কিছু সক্রিয় সদস্য গ্রেফতার হওয়ায় জসিমউদ্দীন বহুদিন ধরে আত্মগোপনে ছিলেন বলেও জানান এএসপি সজল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

আনসার আল ইসলামের শীর্ষনেতা আটক

আপডেট সময় : ০৮:১৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১

১১ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের হবিগঞ্জ জেলার শীর্ষস্থানীয় নেতা মুফতি জসিমউদ্দীন তানভীরকে (২৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ল্যাপটপ উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ জুন) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, গত বছরের ১৭ সেপ্টেম্বর আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। আদালতে ওই আসামির দেওয়া জবানবন্দির তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন ঘনশ্যামপুর গ্রামের একটি মাদ্রাসা থেকে মুফতি জসিমউদ্দীনকে আটক করা হয়।

আটক জসিমউদ্দীন আনসার আল ইসলামের হবিগঞ্জ জেলার শীর্ষস্থানীয় সদস্য বলে স্বীকার করেছেন। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া শেষ করে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি সংগঠনের শীর্ষস্থানীয় সক্রিয় সদস্য হিসেবে অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি অন্যদের উদ্ধুদ্ধের জন্যে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচার করতেন। তার দলের বেশ কিছু সক্রিয় সদস্য গ্রেফতার হওয়ায় জসিমউদ্দীন বহুদিন ধরে আত্মগোপনে ছিলেন বলেও জানান এএসপি সজল।