তিন আসনের উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা
- আপডেট সময় : ০২:৩০:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১ ২৩৫ বার পড়া হয়েছে
১২ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
করোনাভাইরাস সংক্রমন বেড়ে যাওয়ায় জাতীয় সংসদের তিন আসনে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে নতুন করে ২৮ জুলাই নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
এ আসনগুলোতে গত ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত আগ্রহীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করেছে আওয়ামী লীগ। উপ-নির্বাচনে প্রার্থী হতে ৪ দিনে ৭৬ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে কুমিল্লা-৫ আসনে ২৯, ঢাকা-১৪ আসনে ২৬ এবং সিলেট-৩ আসনে ২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
তার মধ্যে তিনটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন- ঢাকা-১৪ আগাখান মিন্টু, সিলেট-৩ হাবিবুর রহমান ও কুমিল্লা-৫ আবুল হাসেম খান।
উল্লেখ্য, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক গত ১৪ এপ্রিল, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ১১ মার্চ এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা যাওয়ার পর এই আসনগুলো শূন্য হয়।