ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জেমসের নামে তৈরি হলো বিশেষ গিটার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ১৮৮ বার পড়া হয়েছে

১৫ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

দেশের জনপ্রিয় রক তারকা জেমসের জন্য দেশেই তৈরি হলো একটি বিশেষ গিটার। বিশেষ এই গিটারটির নাম রাখা হয়েছে শিল্পীর বিখ্যাত গানের রেশ ধরে ‘তারায় তারায়’। গিটারের গায়ে খোদাই করে লেখা আছে ‘জেমস’ নামটিও।

সোমবার (১৪ জুন) রাতে জেমসের হাতে গিটারটি তুলে দিয়েছে সংগীত বাদ্যযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বেশি জোশ কাস্টমস’। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস ও আরবোভাইরাস ব্যান্ডের ড্রামার নাফিজ আল আমিন।

নাফিজ বলেন, সবার উৎসাহ আর সহযোগিতা নিয়ে আসলে কাজটি করতে পেরেছি। আমি খুবই আনন্দিত উদ্যোগটি শেষ করতে পেরেছি এবং প্রিয় তারকার হাতে গিটারটি তুলে দিতে পেরেছি। তবে গিটারটি তৈরির পেছনে বড় অবদান চিশতী ইকবাল ভাইয়ের। তার প্রতিও আমার ভালোবাসা।

চিশতী ইকবাল মূলত একজন আইনজীবী, পরামর্শক ও সংগীতপ্রেমী। তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন সংগীতাঙ্গনের মানুষদের জন্য।

বিশেষ এ গিটার সম্পর্কে নাফিজ আল আমিন বলেন, জেমস ভাই গিটারটির কথা শুনে খুব খুশি হয়েছেন কারণ এটি মেড ইন বাংলাদেশ। গিটারটিতে আমরা দিয়েছি একেবারে দেশি কাঠ। এটি জানতে পেরেও তিনি খুব খুশি হয়েছেন। সবচেয়ে বড় কথা, গিটারটি তার পছন্দ হয়েছে। এটাই আমাদের বড় সার্থকতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

জেমসের নামে তৈরি হলো বিশেষ গিটার

আপডেট সময় : ০৮:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১

১৫ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

দেশের জনপ্রিয় রক তারকা জেমসের জন্য দেশেই তৈরি হলো একটি বিশেষ গিটার। বিশেষ এই গিটারটির নাম রাখা হয়েছে শিল্পীর বিখ্যাত গানের রেশ ধরে ‘তারায় তারায়’। গিটারের গায়ে খোদাই করে লেখা আছে ‘জেমস’ নামটিও।

সোমবার (১৪ জুন) রাতে জেমসের হাতে গিটারটি তুলে দিয়েছে সংগীত বাদ্যযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বেশি জোশ কাস্টমস’। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস ও আরবোভাইরাস ব্যান্ডের ড্রামার নাফিজ আল আমিন।

নাফিজ বলেন, সবার উৎসাহ আর সহযোগিতা নিয়ে আসলে কাজটি করতে পেরেছি। আমি খুবই আনন্দিত উদ্যোগটি শেষ করতে পেরেছি এবং প্রিয় তারকার হাতে গিটারটি তুলে দিতে পেরেছি। তবে গিটারটি তৈরির পেছনে বড় অবদান চিশতী ইকবাল ভাইয়ের। তার প্রতিও আমার ভালোবাসা।

চিশতী ইকবাল মূলত একজন আইনজীবী, পরামর্শক ও সংগীতপ্রেমী। তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন সংগীতাঙ্গনের মানুষদের জন্য।

বিশেষ এ গিটার সম্পর্কে নাফিজ আল আমিন বলেন, জেমস ভাই গিটারটির কথা শুনে খুব খুশি হয়েছেন কারণ এটি মেড ইন বাংলাদেশ। গিটারটিতে আমরা দিয়েছি একেবারে দেশি কাঠ। এটি জানতে পেরেও তিনি খুব খুশি হয়েছেন। সবচেয়ে বড় কথা, গিটারটি তার পছন্দ হয়েছে। এটাই আমাদের বড় সার্থকতা।