আমলা-সামরিক-বেসামরিক ব্যক্তির সম্পদের হিসাব নেওয়ার দাবি চুন্নুর
- আপডেট সময় : ১১:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ১৯৬ বার পড়া হয়েছে
১৫ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
নির্বাচনের আগে যেমন এমপিদের সম্পদের হিসাব নেওয়া হয়, তেমনি দেশের সব আমলা-সামরিক-বেসামরিক ব্যক্তি ও ব্যবসায়ীদের সম্পদের হিসাব আপ টু ডেট করার দাবি জানিয়েছেন বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। এ জন্য তিনি সংসদ নেতার কাছে প্রস্তাব করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, যদি ১০ কোটি মানুষকে এক বছরের মধ্যে ভ্যাকসিন দিতে পারেন তাহলেই বাজেট ফলপ্রসূ হবে। অন্যথায় হবে না।
মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সংসদ নেতার কাছে এসব দাবি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে উপস্থিত ছিলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা যারা এমপি আছি আমাদের হিসাব নির্বাচনের হলফনামায় দেওয়া আছে। আমরা আপনার (স্পিকারের) মাধ্যমে অনুরোধ করব, বাংলাদেশে যারা আমলা আছেন, সামরিক-বেসামরিক ব্যক্তি ও যারা ব্যবসায়ী আছেন যাদের সুন্দর সুন্দর বাড়ি, গাড়ি আছে তাদের প্রত্যেকের সম্পদের হিসাব আপ টু ডেট দেওয়া হোক।’
তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, বিদেশে যারা টাকা পাচার করে তাদের নাম বলার জন্য। আমরা কি অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে আছি যে, নাম বলব? নাম তো আপনি বের করবেন। আপনি বাজেট বক্তৃতায় ১০ পৃষ্ঠার বিবৃতি দিলেন বিদেশি বিভিন্ন ব্যক্তির বক্তব্যের। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রিটি সিএফআই যে প্রতিবেদন দিয়েছে সেখানে বলা হয়েছে, গড়ে প্রতিবছর বাংলাদেশ থেকে ৭৫৬ কোটি ৭৩ লাখ ডালার পাচার হয়। যা প্রায় ৬৪ হাজার কোটি টাকা। আপনার (অর্থমন্ত্রীর) অনেক সংস্থা আছে, সেগুলো দিয়ে বের করুন।’
তিনি বলেন, ‘ফেসবুকে দেখলাম আমাদের এই সংসদের একজন সদস্য তার নামে কানাডায় একটি বাড়ি কিনেছেন। একটি ভিডিওতে দেখানো হয়েছে, কানাডায় সে বাড়িতে হাঁটছেন। এইগুলো কি মিথ্যা, নাকি সত্য ঘটনা? অর্থমন্ত্রীর উচিত এগুলো খুঁজে বের করা।’
তিনি আরো বলেন, ‘সরকারের পক্ষ থেকে আদেশ দেওয়া হোক, যারা প্রশাসনে জড়িত তাদের সম্পদের হিসাব দিতে হবে। আমি বলতে পারি, আমার হিসাব চাইলে আমি এক সপ্তাহের মধ্যে আমার সমস্ত সম্পদের হিসাব দেবো। আমার হিসাবের বাইরে যদি এক পয়সা থাকে সরকার নিয়ে যাবে। তাতে আমার কোনো আপত্তি নেই।