ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দাউদকান্দিতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১ ২০৮ বার পড়া হয়েছে

১৭ সেপ্টেম্বর ২০২১,আজকের মেঘনা ডটকম, স্টাফ রিপোর্টার :

 

দাউদকান্দিতে  অটোরিকশা চালকের হাত-পা সহ গাছের সাথে বাঁধা ও মুখে কস্টটেপ মারা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের দৈয়াপাড়া হাজ্বী বাড়ির নোমান মিয়ার মাছের প্রজেক্টের দক্ষিণ পশ্চিম কোনা থেকে এই লাশ উদ্ধার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। নিহত অটোরিকশা চালক তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের আল-আমিনের ছেলে আশরাফুল আমিন(১৬)।

আশরাফুল তিতাস উপজেলার লালপুর নজরুল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো।মহামারি করোনায় স্কুল বন্ধ থাকায় বাবার সাথে অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরেছে। সে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় গৌরীপুর বাজার হতে অটোরিকশা চালিয়ে তিতাসের শাহপুর আসার পথে নিখোঁজ হয়।

নিহতের বাবা আল-আমিন বলেন,আমরা পিতা পুত্র দুজনেই গৌরীপুর বাজারে অটোরিকশা চালাই।বৃহস্পতিবার রাত ৭ টা ৪০ মিনিটে গৌরীপুর বাজারে দেখে আশরাফুল বলে বাবা আমার গাড়ীতে চার্জ নাই,আমি বাড়ি চলে যাই।তখন আমি বলি ঠিক আছে গাড়ী গ্যারেজে চার্জে লাগিয়ে বাসায় চলে যাইও। এই কথা বলে আমি যাত্রী নিয়ে লক্ষীপুর চলে যাই।

রাত আনুমানিক ৯টায় আমি শাহপুর নদীর পার সাদ্দামের গ্যারাজে গিয়ে দেখি আমার ছেলের গাড়ী নেই।তখন থেকেই খোঁজা খোজি করি এবং গৌরীপুর ফাড়ি পুলিশ ও তিতাস থানা পুলিশকে জানাই তারা আমাকে বলে রাতে খোজেন সকালে আসবেন।

আজ সকালে গৌরীপুর বাজারে এসে জানতে পাই দৈয়া পাড়া গাছের সাথে বেঁধে এক ছেলেকে মেরে রাখছে,দৌঁড়ে ওই খানে গিয়ে দেখি আমার ছেলে আশরাফুল। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই)সৈয়দ ফারুক আহম্মেদ বলেন, সকাল ৮টায় খবর পাই এক ছেলেকে মেরে দৈয়াপাড়া আম গাছের সাথে বেঁধে রাখছে।

সাথে সাথে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দৈয়াপাড়া হাজ্বী বাড়ির নোমান মিয়ার মাছের প্রজেক্টের দক্ষিণ পশ্চিম কোনে আম গাছের সাথে রশি দিয়ে বেঁধে মুখে সাদা কস্টটেপ লাগিয়ে রাখছে।তার অদূরে আনুমানিক এক হাজার গজ দুরে নিহতের অটোরিকশাটি পড়ে আছে। ধারনা করা হচ্ছে পরিকল্পিতভাবে শ্বাস রোধে হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

দাউদকান্দিতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১

১৭ সেপ্টেম্বর ২০২১,আজকের মেঘনা ডটকম, স্টাফ রিপোর্টার :

 

দাউদকান্দিতে  অটোরিকশা চালকের হাত-পা সহ গাছের সাথে বাঁধা ও মুখে কস্টটেপ মারা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের দৈয়াপাড়া হাজ্বী বাড়ির নোমান মিয়ার মাছের প্রজেক্টের দক্ষিণ পশ্চিম কোনা থেকে এই লাশ উদ্ধার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। নিহত অটোরিকশা চালক তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের আল-আমিনের ছেলে আশরাফুল আমিন(১৬)।

আশরাফুল তিতাস উপজেলার লালপুর নজরুল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো।মহামারি করোনায় স্কুল বন্ধ থাকায় বাবার সাথে অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরেছে। সে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় গৌরীপুর বাজার হতে অটোরিকশা চালিয়ে তিতাসের শাহপুর আসার পথে নিখোঁজ হয়।

নিহতের বাবা আল-আমিন বলেন,আমরা পিতা পুত্র দুজনেই গৌরীপুর বাজারে অটোরিকশা চালাই।বৃহস্পতিবার রাত ৭ টা ৪০ মিনিটে গৌরীপুর বাজারে দেখে আশরাফুল বলে বাবা আমার গাড়ীতে চার্জ নাই,আমি বাড়ি চলে যাই।তখন আমি বলি ঠিক আছে গাড়ী গ্যারেজে চার্জে লাগিয়ে বাসায় চলে যাইও। এই কথা বলে আমি যাত্রী নিয়ে লক্ষীপুর চলে যাই।

রাত আনুমানিক ৯টায় আমি শাহপুর নদীর পার সাদ্দামের গ্যারাজে গিয়ে দেখি আমার ছেলের গাড়ী নেই।তখন থেকেই খোঁজা খোজি করি এবং গৌরীপুর ফাড়ি পুলিশ ও তিতাস থানা পুলিশকে জানাই তারা আমাকে বলে রাতে খোজেন সকালে আসবেন।

আজ সকালে গৌরীপুর বাজারে এসে জানতে পাই দৈয়া পাড়া গাছের সাথে বেঁধে এক ছেলেকে মেরে রাখছে,দৌঁড়ে ওই খানে গিয়ে দেখি আমার ছেলে আশরাফুল। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই)সৈয়দ ফারুক আহম্মেদ বলেন, সকাল ৮টায় খবর পাই এক ছেলেকে মেরে দৈয়াপাড়া আম গাছের সাথে বেঁধে রাখছে।

সাথে সাথে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দৈয়াপাড়া হাজ্বী বাড়ির নোমান মিয়ার মাছের প্রজেক্টের দক্ষিণ পশ্চিম কোনে আম গাছের সাথে রশি দিয়ে বেঁধে মুখে সাদা কস্টটেপ লাগিয়ে রাখছে।তার অদূরে আনুমানিক এক হাজার গজ দুরে নিহতের অটোরিকশাটি পড়ে আছে। ধারনা করা হচ্ছে পরিকল্পিতভাবে শ্বাস রোধে হত্যা করা হয়েছে।