নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ১৬ জানুয়ারি
- আপডেট সময় : ০৯:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ ১৬৬ বার পড়া হয়েছে
৩০ নভেম্বর ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিনে টাঙ্গাইল-৭ শূন্য আসনের উপ-নির্বাচন ও ৫টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
পৌরসভাগুলো হলো, নোয়াখালী, নাটোর ও নাটোরের বাগাতিপাড়া, যশোরের ঝিকরগাছা এবং চট্টগ্রামের বাঁশখালি।
মঙ্গলবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিলে বলা হয়, নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর এবং মনোনয়ন বাছাই হবে ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।
এ ছাড়া ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে ইসি।
আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর ও মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর। আর ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ।