ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনায় গরু চুরির দায়ে কিশোরকে আদালতে প্রেরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:৪৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২ ১৪৯ বার পড়া হয়েছে

৫ ফেব্রুয়ারি ২০২২,আজকের মেঘনা ডটকম,  আইরিন আক্তার : মেঘনায় গরু চুরির দায়ে রাকিব চন্দ্র দাস নামের (অনুমান ১২) এক কিশোর কে আদালতে প্রেরণ করেছে পুলিশ। রাকিব উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা এলাকার বাসিন্দা।  তথ্যটি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন।  গরুর মালিক  রামনগর ছোয়ানী গ্রামের মোঃ জজ মিয়া বাদী হয়ে গতকাল শুক্রবার রাকিব কে আসামি করে  মামলা দায়ের করেছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মোঃ নাজির হোসেন বলেন গত বৃহস্পতিবা  সন্ধ্যায় ঘাস খাওয়ার জন্য  জমিতে চড়ালে সেখান থেকে গরু টি চুরি করে ভাওরখোলা ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন এলাকায় এলে  উপস্থিত লোকজনের সন্দেহ হলে রাকিব কে  জিজ্ঞাসা করলে বলে যে বিক্রির জন্য এনেছি। পরে এলাকার লোকজন থানায় জানালে রাকিব কে আটক করা হয় এবং গরুটি স্থানীয় বলু মেম্বারের হেফাজতে রাখা হলেও কিছুক্ষণ পর থানায় নিয়েচুরির দায়ে কিশোরকে আদালতে প্রেরণ। মেঘনায় গরু চুরি কে আদালতে প্রেরণ করেছে পুলিশ। রাকিব উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা এলাকার বাসিন্দা।  তথ্যটি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন।  গরুর মালিক  রামনগর ছোয়ানী গ্রামের মোঃ জজ মিয়া বাদী হয়ে গতকাল শুক্রবার রাকিব কে আসামি করে  মামলা দায়ের করেছে। এ বিষয়ে মামলার তদন্র্কর্তা উপ পরিদর্শক মোঃ নাজির হোসেন বলেন গত বৃহস্পতিবার  সন্ধ্যায় ঘাস খাওয়ার জন্য  জমিতে চড়ালে সেখান থেকে গরু টি চুরি করে ভাওরখোলা ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন এলাকায় এলে  উপস্থিত লোকজনের সন্দেহ হলে রাকিব কে  জিজ্ঞাসা করলে বলে যে বিক্রির জন্য এনেছি। পরে এলাকার লোকজন থানায় জানালে রাকিব কে আটক করা হয় এবং গরুটি স্থানীয় বলু মেম্বারের হেফাজতে রাখা হলেও কিছুক্ষণ পর থানায় নিয়ে আসা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

মেঘনায় গরু চুরির দায়ে কিশোরকে আদালতে প্রেরণ

আপডেট সময় : ১০:৪৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২

৫ ফেব্রুয়ারি ২০২২,আজকের মেঘনা ডটকম,  আইরিন আক্তার : মেঘনায় গরু চুরির দায়ে রাকিব চন্দ্র দাস নামের (অনুমান ১২) এক কিশোর কে আদালতে প্রেরণ করেছে পুলিশ। রাকিব উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা এলাকার বাসিন্দা।  তথ্যটি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন।  গরুর মালিক  রামনগর ছোয়ানী গ্রামের মোঃ জজ মিয়া বাদী হয়ে গতকাল শুক্রবার রাকিব কে আসামি করে  মামলা দায়ের করেছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মোঃ নাজির হোসেন বলেন গত বৃহস্পতিবা  সন্ধ্যায় ঘাস খাওয়ার জন্য  জমিতে চড়ালে সেখান থেকে গরু টি চুরি করে ভাওরখোলা ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন এলাকায় এলে  উপস্থিত লোকজনের সন্দেহ হলে রাকিব কে  জিজ্ঞাসা করলে বলে যে বিক্রির জন্য এনেছি। পরে এলাকার লোকজন থানায় জানালে রাকিব কে আটক করা হয় এবং গরুটি স্থানীয় বলু মেম্বারের হেফাজতে রাখা হলেও কিছুক্ষণ পর থানায় নিয়েচুরির দায়ে কিশোরকে আদালতে প্রেরণ। মেঘনায় গরু চুরি কে আদালতে প্রেরণ করেছে পুলিশ। রাকিব উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা এলাকার বাসিন্দা।  তথ্যটি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন।  গরুর মালিক  রামনগর ছোয়ানী গ্রামের মোঃ জজ মিয়া বাদী হয়ে গতকাল শুক্রবার রাকিব কে আসামি করে  মামলা দায়ের করেছে। এ বিষয়ে মামলার তদন্র্কর্তা উপ পরিদর্শক মোঃ নাজির হোসেন বলেন গত বৃহস্পতিবার  সন্ধ্যায় ঘাস খাওয়ার জন্য  জমিতে চড়ালে সেখান থেকে গরু টি চুরি করে ভাওরখোলা ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন এলাকায় এলে  উপস্থিত লোকজনের সন্দেহ হলে রাকিব কে  জিজ্ঞাসা করলে বলে যে বিক্রির জন্য এনেছি। পরে এলাকার লোকজন থানায় জানালে রাকিব কে আটক করা হয় এবং গরুটি স্থানীয় বলু মেম্বারের হেফাজতে রাখা হলেও কিছুক্ষণ পর থানায় নিয়ে আসা হবে।