গাজী মেডিসিন কর্ণার ও গাজী একতা সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন
- আপডেট সময় : ১১:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২ ২৩৭ বার পড়া হয়েছে
শাহরিয়ার ইমন জয়:কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ধোড়করা বাজারে অবস্থিত গাজী মেডিসিন কর্ণার এর ১১ বছর পূর্তি ও গাজী একতা সংঘ ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উপলক্ষ্যে মিলাদ,দোয়া ও ইফাতারের আয়োজন করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে উক্ত আয়োজন করেন গাজী মেডিসিন কর্নার প্রতিষ্ঠানের সত্বাধিকারী ও সংগঠন এর সভাপতি গাজী মোঃ আবদুল হালিম। এসময় মোনাজাত ও দোয়ায় উপস্থিত ছিলেন আজিজিয়া লাইব্রেরির সত্বাধিকারী গাজী মোহাম্মদ আব্দুল কাদের, ধোড়করা কেন্দ্রীয় মসজিদের ইমাম মোহাম্মদ শরীফুল ইসলাম,শাকতলা আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো: সোলায়মান, ধোড়করা বাজার ভিশন শো-রুমের সত্বাধিকারী বেলাল পাটোয়ারী, চৌধূরী বাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মো: হাসান, দারুন নাজাত মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা গাজী মোঃ আবদুল আজিজ, মো খোকন ভূইয়া, ইশা ব্লাড ডোনেশনের সদস্য হোসাইন, নাঙ্গলকোট ব্লাড ডোনেশনের সাধারণ সম্পাদক আকাশ মজুমদার, নোয়াখালী ব্লাড ডোনেশনের সহ-সম্পাদক নোমান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সামাজিক সংগঠনটি দীর্ঘ ৬ বছর যাবত মানবতা সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রোজা উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে।