করোনা :তিতাসে কর্মহীনদের মাঝে উপজেলা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৭:৩৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে
৫ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, আজকের মেঘনা ডটকম, তিতাস সংবাদদাতা :
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে আজ মঙ্গলবার ‘তিতাস ভবনে’
করোনাভাইরাসে কর্মহীন ও হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা, দেশবরেণ্য রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের বীর সংগঠক ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে করোনাভাইরাসে গৃহবন্দি কর্মহীন ও হতদরিদ্রদের কল্যাণে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।
আজ মঙ্গলবার তিতাস উপজেলা বিএনপি অস্থায়ী কর্যালয় ‘তিতাস ভবনথ থেকে তিতাস উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ৯টি ইউনিয়নে বিতরণের জন্য দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী ইউনিয়ন বিএনপির নেতাদের কাছে হসাতান্তর করেন।
এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন,
‘তিতাস ভবনেথ থেকে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষে দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সহ-সভাপতি মো. আক্তারুজ্জান, সাধারণ সম্পদক ওসমান গনি ভূইয়া, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সী, মোফায়েল হোসেন খাঁন, সাংগঠনিক সম্পাদক (১) জহিরুল ইসলাম জাদু মোল্লা ও সাংগঠনিক সম্পাদক (২) কাজী কবির হোসেন সেন্টু, সহ-সভাপতি মো. মিজানুর রহমান ভুলু সিকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফারুক হোসেন ভূইয়া ও সাবেক ছাত্রদলের সভাপতি মো. মনির হোসেন ভূইয়া প্রমূখ।
অপরদিকে কুমিল্লা উত্তর জেলার ৭টি উপজেলা ও ৪টি পৌরসভায় বিএনপির উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি মনিটরিং করে আসছেন জেলার সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মঞ্জরুল আহসান মুন্সি ও সাধারণ সম্পাদক মো. সম্পাদক মো. আক্তারুজ্জান সরকার।