ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে: কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:১৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মানুষের কল্যাণ করাই হলো মূল রাজনীতি। কল্যাণমূলক কাজের জন্যই রাজনীতিকে ব্যবহার করতে হবে।

শনিবার মানিকগঞ্জের জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের সেবায় আমাদের নিয়োজিত থাকতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশনা মেনেই মানুষের কল্যাণের রাজনীতি করতে হবে। রাজনীতিকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

তিনি আরো বলেন, দলের কিছু কিছু কর্মী নিজের স্বার্থে অপকর্ম করে বেড়াচ্ছে। অপকর্মকারীদের হাত থেকে দলকে সুরক্ষিত করতে হবে। সব সময় মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে দলের ভাবমূর্তি আরো বাড়াতে হবে।

কৃষিমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে সরকার পরিচালনা করে আসছেন। তিনি দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছেন। দেশে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসায় অর্থনীতির সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে। অভূতপূর্ব উন্নতির ফলে বাংলাদেশ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। দেশের অর্থনীতির এমন কোনো খাত নেই যেখানে উন্নয়ন হয়নি। ভৌত অবকাঠামো, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তিসহ প্রতিটি খাতে উন্নয়ন আজ দৃশ্যমান।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে বর্ধিত সভায় অনলাইনের মাধ্যমে আরো যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এমপি নাঈমুর রহমান দুর্জয়, এমপি মমতাজ বেগম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মানুষের কল্যাণ করাই হলো মূল রাজনীতি। কল্যাণমূলক কাজের জন্যই রাজনীতিকে ব্যবহার করতে হবে।

শনিবার মানিকগঞ্জের জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের সেবায় আমাদের নিয়োজিত থাকতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশনা মেনেই মানুষের কল্যাণের রাজনীতি করতে হবে। রাজনীতিকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

তিনি আরো বলেন, দলের কিছু কিছু কর্মী নিজের স্বার্থে অপকর্ম করে বেড়াচ্ছে। অপকর্মকারীদের হাত থেকে দলকে সুরক্ষিত করতে হবে। সব সময় মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে দলের ভাবমূর্তি আরো বাড়াতে হবে।

কৃষিমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে সরকার পরিচালনা করে আসছেন। তিনি দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছেন। দেশে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসায় অর্থনীতির সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে। অভূতপূর্ব উন্নতির ফলে বাংলাদেশ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। দেশের অর্থনীতির এমন কোনো খাত নেই যেখানে উন্নয়ন হয়নি। ভৌত অবকাঠামো, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তিসহ প্রতিটি খাতে উন্নয়ন আজ দৃশ্যমান।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে বর্ধিত সভায় অনলাইনের মাধ্যমে আরো যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এমপি নাঈমুর রহমান দুর্জয়, এমপি মমতাজ বেগম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম।